আজ বরিশালের বানারীপাড়া চাখার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মজিবুল ইসলাম টুকুর নির্বাচনী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে এলাকাবাসী শতস্ফুর্তভাবে অংশগ্রহন করে। গতকাল নির্বাচন কার্যালয় হতে প্রতিক বরাদ্ধের পরই নৌকার সমর্থনে আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছা সেবকলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা আজ সন্ধ্যার পর চাখারে বাজারে নৌকার শ্লোগানে মিছিল বের করে। মিছিল উত্তর সমাবেশে বক্তৃতা করেন চাখার ওয়াজেদ মেমোরিয়াল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আজিম। আরো উপস্থিত নেতা কর্মীরা বক্তৃতা দেন। বক্তব্যে নেতাকর্মীরা বলেন দলের সিদ্ধান্ত ও নৌকার পক্ষে নেতাকর্মীদের কাজ করা আবশ্যক। আজ চাখারের সর্বত্র মজিবুল ইসলাম টুকুর নৌকা মার্কার হ্যান্ড বিল বিতরন করা হয়। আগামী ১১ এপ্রিল সারা বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১ম ধাপের ইউপি নির্বাচন। আর এই নির্বাচনে বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নে নৌকা মার্কার সমর্থীত প্রার্থী মজিবুল ইসলাম টুকুর জনপ্রিয়তা আকাশচুম্বী । আজ সভায় চেয়ারম্যান প্রার্থী মজিবুল ইসলাম টুকু বলেন আমি সবাইকে উদাত্ত আহবান জানাবো সব মান অভিমান ভুলে নৌকার ছায়া তলে এসে প্রধানমন্ত্রীর মার্কাকে বিজয়ী করুন। কোন দোষ, অপরাধ থাকলে তা শুধু আমার কিন্তু নৌকা প্রতিক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, প্রধান মন্ত্রী শেখ হাসিনার। তাই আমার কোন ভুলে নৌকা থেকে দূরে থাকবেন না। আমি তো আপনাদেরই ভাই, সন্তান। তাই আসুন এক কাতারে মিলে কাজ করি। আমি গত ০৫ টি বছর আমার নেতা দক্ষিন বাংলার রাজনৈতিক অভিভাবক আবুল হাসানাত আবদুল্লাহ দিক নির্দেশনায় জনগনের পাশে থেকেছি। জনগনের কথা চিন্তা করে দলীয় সকল সিদ্ধান্ত মেনে নিয়েছি। এদিকে বর্তমানে চাখার নির্বাচনে সহিংসতার আশংকায় রয়েছে বলে মনে করছেন স্থানীয় ভোটাররা। তারা জানান বহিরাগত মোটরসাইকেল মহরায় এলাকায় থমথমে বিরাজ করছে। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ হতে আদেশ রয়েছে এলাকার ভোটারদের নিয়ে গনসংযোগ , এলাকার মোটর সাইকেল ব্যবহার করতে হবে এই নির্বাচনে। ৭ টি ইউনিয়নের মধ্যে ০৫ টিতে বিনা প্রতিদ্বন্ধিতায় নৌকা প্রতিক বিজয়ী হওয়ায় বর্তমানে বাকী বাইশারী ও চাখার ইউনিয়নের প্রতি রয়েছে সবার সজাগদৃষ্টি। সর্বপরি নৌকার পক্ষে ভোট চেয়ে সভা সমাপ্তি করা হয়।