বরিশালের বানারীপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মা- ছেলে গুরুতর আহতের ঘটনায় ০৩ জনকে আসামী করে বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে জানা যায় বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের শাখারিয়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষ প্রতিবেশি আপন চাচা আবুল হোসেন, তার চাচি ও চাচাতো ভাই আশিকের হামলায় নির্মমভাবে আহত হন শাখারিয়া গ্রামের মোঃ আলী হোসেনের ছেলে মোঃ শাহিন হাওলাদার ও তার মা আলেয়া বেগম। বর্তমানে মা – ছেলে গুরুতর আহত হয়ে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
পূর্ব হতে আবুল হোসেন ও তার ভাই আলী হোসেনের সাথে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন ২৬ মে বুধবার সকাল ৯টায় ঝড়ে গাছের ডাল পালা কুড়োনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। আহত শাহিন জানায় পূর্ব শত্রুতার জেরে এই তুচ্ছ ঘটনাকে পুজি করে হত্যার
উদ্দেশ্যে তার চাচা, চাচী ও চাচাতো ভাই আশিক এই হামলা চালায়। বানারীপারা থানা পুলিশ খবর পেয়ে উপ-পরিদর্শক (এস আই) কামাল হোসেন ঘটনাস্থলে গিয়ে মাথায় রক্তাক্ত জখম হওয়া শাহিন ও তার মাকে হাতের আঙুল ভাঙা অবস্থায় উদ্ধার করে বানারীপাড়ায় নিয়ে আসে। রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।