বানারীপাড়া ( আউয়ার) প্রতিনিধিঃ রিশালের বানারীপাড়ায় রাস্তার ৪/৩ অংশে মাটি দিয়ে স্তুপ করে রাখায় জনগনের চলাচলে চরম ব্যাঘাতের সৃষ্টি হয়েছে। বানারীপাড়ার সৈয়দকাঠী ইউনিয়নে খালের মাটি কেটে ইটের রাস্তায় স্তুপ করে রাখায় এই চরম দূর্ভোগে রয়েছে এলাকার মানুষসহ সকল পথচারীরা। ৩ নং সৈয়দকাঠী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মিজানের দোকান থেকে মসজিদবাড়ি, দাসের হাট যাওয়ার একমাত্র রাস্তা এটি। দীর্ঘদিন যাবত ইটের সোলিং দিয়েই যাতায়াত ছিল এখানকার মানুষের। কোথাও ভাঙ্গা সাথে ঝোপঝাড়, পিচ্ছিল তার মধ্যেই চলাচল করে আসছে। সম্প্রতি খাল কাটা প্রকল্পের কাজ করায় মাটির স্তুপ করে রাস্তায়। ঘূর্নিঝড় ইয়াসের প্রভাবে জোয়ারের পানি ও বৃষ্টিতে এখন কাদায় মাখামাখি অবস্থা। এ যেন মরার উপর খরার ঘা। উক্ত প্রকল্পের কাজ করাচ্ছেন মিজানুর রহমান মিঠু ঘরামি। এ ব্যাপরে এলাকার সচেতন জনগন বলেন জনগনের উন্নয়ন করতে গিয়ে ক্ষতি করলে উন্নয়নে লাভ কি? আর কেনই বা শুকনোর মৌসুমে এ কাজ করা হয় নি। এই বৃষ্টির মৌসুমে জনগনের ভোগান্তি কোন মতেই মেনে নেয়া সম্ভব নয়। জনসাধারন এর সমাধান চায়।